4th week Bangladesh and Global Science Assignment Answer For Class 8



ক) সাংস্কৃতিক আত্তিকরন বলতে কি বুঝায়?

উত্তরঃ যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গােষ্ঠী মুনের সংস্কৃতি আয়ত্ত করে, তাকে সাংস্কৃতিক আত্রীকরণ বলে।


খ) সামাজিক পরিবর্তনের ২টি উদাহরণ দাও!

উত্তর: সামাজিক পরিবর্তন মুলত উন্নয়ন বা সামাজিক উন্নয়ন কে বােঝায়।

সামাজিক পরিবর্তনের দুটি উদাহরণ নিচে দেওয়া হলো-

১. বাংলাদেশে অনেক জায়গায় এখন লাঙ্গল -এর পরিবর্তে ট্রাক্টর ব্যবহৃত হচ্ছে।

২. শিক্ষাপ্রতিষ্ঠানে হাতে-কলমে পড়ালেখা করানাের পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পাঠদান করানো হচ্ছে।


গ) উত্তরঃ রনিদের এলাকার মত পৰিস্থিতিতেগ্রামার এলাকায় বিদ্যালয়ের বন্ধু মিলে নিম্ন লিখিত উদ্যেগ গুলো নেওয়া যেতে পারে।

১- পরিবাৱেৱ সবাইকেই সঙ্গত কারণে কোয়েরেন্টিনে থাকতে হচ্ছে। তাদের প্রয়ােজনীয় জিনিসপত্র পোঁছে দেবার দায়িত্ব নেয়া যেতে পারে।

২- দিনমজুর হতদরিদ্র মানুষেরা দুদিন ঘরে বসে থাকলেই খাদ্যসঙ্কটে পড়বে নিশ্চিত, তাই তাদের সহযােগিতা করা যেতে পারে।

৩- অনেকে বিদেশ থেকে এলেও মানছেন না হোম কোয়ারেন্টিনের নিয়ম। এক্ষেত্রে কোয়ারেন্টিনে থাকার জনা বোঝাতে হবে।

৪- যারা ইন্টারনেট ব্যাবহার করেন না অথবা বেসরকারি টিভি চ্যানেল গুলাে অনুসরণ করেন না, তাদের অনেকেই এখন সচেতন নন এক্ষেত্রে তাদের সচেতন করার ব্যবস্থা করা যেতে পারে।

নিজে সচেতন না হলে অন্যেরটা করা মুশকিল। প্রয়ােজনে প্রযুক্তি ব্যবহার করে সাংগঠনিক কর্মকাণ্ড চালাতে হবে। যতটা সম্ভব ঘরে থাকতে হবে। নিজেদের নিরাপদ রেখেই সব করতে হবে। সেবামূলক কাজ করা অবশ্যই ভালো,কি নিজেদের জীবনকে বিপন্ন করে না।


ঘ) উদ্দীপকে বর্ণিত পৰিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে কী ধরনের প্রভাব বিস্তার করে?

উত্তর: উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরলে ব্যাপক প্রস্তাব বিস্তার করছে' নিচে তা ব্যাখ্যা করা হলাে-

সামাজিকীকরণ মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়ায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকে। এ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সমাজ জীবনের কাক্ষিত আচরণের  উপযােগী হয়ে উঠে। এ প্রক্রিয়ায় সমাজের নিয়মনীতি, মূল্যবোধ, বিশ্বাস, আশা ইত্যাদি আয়ত্ত করে।

ইন্টারনেট প্রযুক্তি আমাদের দেশ বা দেশের বাইরে একজনের সঙ্গে অন্যজনের যােগাযােগকে খুবই সহজ।করে দিয়েছে। আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে ভাববিনিময়, পরস্পরের খোঁজখবর নেওয়া কিংবা  বিভিন্ন সংক্রান্ত আলােচনা, চুক্তি ইত্যাদি এখন ঘরে বসে অল্প সময়েই করা যায়। এমনকি বর্তমানে শিক্ষা, বিনোদনের প্রধান মাধ্যমই হয়ে দাড়িয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যা কিনা ব্যক্তির সামাজিকীকরনে অনেক বড় ভুমিকা পালন করছে।

Keywords:- Bgs assignment answer for class 8, 4th week assignment solution for class 8, সমাজ এস্যাইনমেন্টের সমাধান, ৪র্থ সপ্তাহের এস্যাইনমেন্টের সমাধান।

Get Microphone For Youtubers In BDShop (200 only) Click Here

Get Best Quality MICROPHONE For Youtubers In BDShop (900 tk only) CLICK HERE