প্রশ্নঃ- কপটতার নিদর্শন গুলো গুলো কী কী?
কপটতা মানে হলো ভণ্ডামি, দ্বিমুখী নীতি, প্রতারনা করা। ইসলামি পরিভাষায় একে বলা হয় "নিফাক" আর যে ব্যক্তি নিফাক করে তাকে বলা হয় মুনাফিক।
কপটতার নিদর্শন গুলো নিচে তুলে ধরা হলো:
১. যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে
২. ওয়াদা করলে ভঙ্গ করে
৩. আমানত রাখলে তার খিয়ানত করে
৪. ঝগড়া করলে অশ্লীল ভাষা ব্যবহার করে।
৫. নিজেদেরকে মুসলমান বলে দাবি করে কিন্তু গোপনে ইসলামকে অস্বীকার করে।
৬. কপটতারকারী সামাজিক ও পার্থিব লাভের আশায় মত্ত থাকে।
5 Comments
অসাধারণ
ReplyDeleteAns gula amer gmail e did
DeleteApnar porichoy?
DeleteGood
ReplyDeleteThnks
Delete