ক)প্রশ্নঃ কোষ বিভাজন কাকে বলে?
উত্তরঃ- যে প্রক্রিয়ায় জীব কোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে।
খ)প্রশ্নঃ মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাস মূলক বিভাজন বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তরঃ- মিয়োসিস কোষ বিভাজনকে মাতৃকোষর নিউক্লিয়াসটি পরস্পপর দুইবার বিভাজিত হলেও ক্রোমোজোম বিভাজিত হয় মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোমর সংখ্যা অর্ধেক হয়ে যায়। এ বিভাজনে ক্রোমোজোমর সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এ ধরনের বিভাজনকে হ্রাস মূলক বিভাজন বলে।
গ)প্রশ্নঃ মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী পক্রিয়াটি উদ্ভিদের বৃদ্ধিতেকীভাবে ভূমিকা রাখে?
উত্তরঃ- উদ্দীপকে উল্লেখিত বিভাজন পক্রিয়ার দীর্ঘস্থায়ী ধাপটি হল প্রোফেজ। প্রোফেজ মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের প্রথম ধাপ।
উদ্ভিদের বর্ধনশীল অংশে ভাজক টিস্যু যেমনঃ কান্ড, মূলের অগ্রভাগ, ভ্রুণমুকুল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়ে সমআকৃতির, সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুইভাগে বিভক্ত হয়। ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃ কোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। এভাবে কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী ধাপ প্রোফেজ উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে।
উদ্দীপকে উল্লেখিত বিভাজন পক্রিয়ার দীর্ঘস্থায়ী ধাপটি হল প্রোফেজ। প্রোফেজ মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের প্রথম ধাপ।
ঘ)প্রশ্নঃ- মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুতব উদ্ভিদের জীবণে কতখানি- তা বিশ্লেষণ কর!
উত্তরঃ- অভিস্রবন প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য খুবই
গুরুত্বপূর্ণ।
নিচে এর কারণ বিশ্লেষণ করা হল-
পানিতে দ্রবীভূত বিভিন্ন খনিজ লবণ অভিস্রবন প্রক্রিয়ায় উদ্ভিদের কোষের মধ্যে
প্রবেশ বা বাইরে আসে।
উদ্ভিদ এককোষী মূলরােম দিয়ে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ
অভিস্রবন প্রক্রিয়ায় শােষণ করে।
অভিস্রবনের কারণে রসস্ফীতি ঘটে, ফলে উদ্ভিদের কান্ড ও পাতা সতেজ থাকে।
পত্ররন্দ্র খােলা বা বন্ধ হওয়া অভিস্রবন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
উদ্ভিদের অভ্যন্তরে এক কোষ হতে অন্য কোষে পানি চলাচল, কোষের বৃদ্ধি, কোষের
স্বাভাবিক আকার ও আকৃতি রাখা কোষের দৃঢ়তা প্রদান, মাটি হতে রস উত্তোলন, বীজের
অঙ্কুরােদগম প্রভৃতিতে অভিস্রবন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সুতরাং দেখা যাচ্ছে যে, অভিস্রবন প্রক্রিয়া
দ্বারা উদ্ভিদের সার্বিক শরীরবৃত্তীয়
পক্রিয়াগুলাে নিয়ন্ত্রণ করে। তাই অভিস্রবন প্রক্রিয়াটি উদ্ভিদের বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
2 Comments
Thank
ReplyDeleteThanks you sir
ReplyDelete