Agriculture Assignment Answer For Class 8

Keywords: Agriculture Assignment Answer, Class 8 Assignment Answer, 3rd week assignment answer for class 8, Agriculture Assignment Solution for class 8


১|ক) জি, এম, ফসল বলতে কি বুঝ?

উত্তর: সাধারণভাবে অধিক উৎপাদন পাওয়ার লক্ষ্যে এবং বিশেষ ধরনের রোগ পোকা মাকড় ও আগাছার হাত থেকে সহজে সংশ্লিষ্ট ফসল বা সবজি কে রক্ষার জন্যে জি.এম ফসলের প্রবর্তন করা হয়ে থাকে।


১|খ) বাংলাদেশ ও ভিয়েতনাম এর কৃষির তুলনা কর।

উত্তরঃ বাংলাদেশ ও ভিয়েতনাম উভয় দেশই কৃষি উন্নয়ন ও গবেষণায় ভাল অবস্থান দখল করে আছে।ভিয়েতনামের অর্থনৈতিক উন্নয়নের পিছনে কৃষি সমাজ ও কৃষির অবধান অনেক। দুই দেশের কৃষিতে ধান উৎপাদন বেশি হয়। কিন্তু বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যেমনঃ

১. ২৫ বছর আগে ভিয়েতনামের কৃষি চিত্র ছিল অনেকটাই না বলার মত কিন্তু দেশটির কৃষি সমবায় সংগঠনগুলো খুবই সৃজনশীল ও শক্তিশালী হওয়ার কারনে দেশটির কৃষি চিত্র একেবারে পাল্টে যায়। সেই তুলনায় স্বাধীনতার পর থেকে বাংলাদেশেরের কৃষিতে তেমন কোন উল্লেখযোগ্য উন্নতি বা পরিবর্তন সাধিত হয়নি। কারন কৃষি সমবায় সংগঠনগুলো তেমন শক্তিশালী ও সংগঠিত ছিল না।

২. বাংলাদেশে কৃষি সমবায় সংগঠনগুলো ভিয়েতনামের সংগঠনগুলোর মত এতটা তৎপর না। যদিও কিছু কৃষি সমবায় মাঠপর্যায়ে কাজ করছে কিন্তু তা চোখে পরার মতো না। অন্যদিকে ভিয়েতনামের সংগঠনগুলো কৃষি সম্প্রসারণে প্রচুর টাকা ব্যায় করে এবং কৃষিনীতি ও কর্মপদ্ধতি সম্পর্কে কৃষকদেরকে ধারণা প্রদান করে। যার ফলে ভিয়েতনাম বিশ্বের অন্যতম প্রধান চাল রপ্তানিকারক দেশে পরিচিতি লাভ করেছে।



২|ক) গ্রিন হাউজ কৌশল বাস্তবায়নের শর্তসমূহ লিখ।


উত্তরঃগ্রিন হাউজ কৌশল বাস্তবায়নের তিনটি শর্ত বিদ্যমান।
শর্তগুলো নিম্নরূপঃ

  • ফষলের পরিবেশ ও পুষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা।
  • প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি ও পুষ্টি সরবরাহের যান্ত্রিক ব্যবস্থা।
  • তৃতীয় গুরুত্বপূর্ণ শর্ত হলো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ।

উপরোক্ত কৌশলে কোন ফষল বিপুল পরিমানে উৎপাদন করা যায় না। সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যবস্থা হওয়ায় এই পদ্ধতিতে ফষল হয় সম্পূর্ণ রোগমূক্ত ও স্বাস্থ্যসম্মত।


২|খ) দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা কর।

উত্তরঃ প্রচলিত দানাদার ইউরিয়া ব্যবহারের অসুবিধা থেকেই গুটি ইউরিয়া ব্যবহারের প্রয়োজন দেখা দিয়েছে। দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক।

নিচে কিছু সুবিধাসমূহ দেওয়া হলোঃ-

১। দানাদার ইউরিয়া কিস্তিতে কয়েকবার প্রয়োগ করতে হয়। আর গুটি ইুরিয়া ফষলের এক মৌসুমে একবার ব্যবহার করা হয়।

২। গুটি ইউরিয়া ব্যবহারের ২০-৩০ ভাগ নাইট্রোজেনের সাশ্রয় হয়।

৩। গুটি ইউরিয়া ধীরে ধীরে গাছকে নাইট্রোজেন সরবরাহ করে।

৪। গুটি ইউরিয়া ব্যবহারের ফলে ফলন ১৫-২০ ভাগ বৃদ্ধি পায়।

উপরে উল্লেখিত সুবিধাসমূহ গুলো পর্যালোচনা করে বুঝতে পারি যে এতে অর্থ ও সময় কম লাগে এবং ফষলও বেশি উৎপন্ন হয়। ফলে বলতে পারি যে দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক।

অষ্টম শ্রেণির সকল এস্যাইনমেন্ট এর উত্তর পেতে আমাদের ওয়েবসাইট কে ফলো করে ফেলুন।

Keywords: Assignment, Solution, Class 8, Agriculture